ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহী মেডিক্যালে করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
রাজশাহী মেডিক্যালে করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

শুক্রবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

রামেক হাসপাতালের নিয়মিত করোনা প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই রোগীর গ্রামের বাড়ি দিনাজপুর ও মেহেরপুরে। এই রোগীদের মধ্যে দিনাজপুরের রোগী করোনা পজিটিভ ছিলেন। অন্যজনের শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ ছিল।  

এতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন চারজন করোনা রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তিনজন।  

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ২১ জন।  

এদিকে, বৃহস্পতিবার জেলার ১৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার ২ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।