ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

৫৬ লাখ টিকা উপহার দিল যুক্তরাজ্য-জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
৫৬ লাখ টিকা উপহার দিল যুক্তরাজ্য-জাপান

ঢাকা: বাংলাদেশকে ৫৬ লাখ ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা উপহার দিয়েছে যুক্তরাজ্য ও জাপান। এর মধ্যে যুক্তরাজ্য ৪১ লাখ ও জাপানের পক্ষ থেকে ১৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়।

বুধবার (১৫ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এই টিকা উপহার দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা উপহার দেওয়া উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি যৌথভাবে এই টিকা হস্তান্তর করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী ও বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘন্টা, ১৫ ডিসেম্বর , ২০২১
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।