ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শাবিপ্রবিতে টিকার ২য় ডোজ দেওয়া হবে শনিবার থেকে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
শাবিপ্রবিতে টিকার ২য় ডোজ দেওয়া হবে শনিবার থেকে ছবি: সংগৃহীত

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে শনিবার (২৭ নভেম্বর) থেকে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন।

তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে। যারা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।

মেডিক্যাল প্রশাসক বলেন, আমরা গত ১৬ অক্টোবর থেকে এ টিকা কার্যক্রম শুরু করেছি। এটি ২৭ অক্টোবর এসে শেষ হয়।

এরপরও বাদ পড়া শিক্ষার্থীদের ১৪ নভেম্বর সর্বশেষ প্রথম ডোজের টিকা দেওয়া হয়। সব মিলিয়ে ৯ দিনে ২ হাজার ১৭ জন শিক্ষার্থীকে এক ডোজ করে ফাইজারের টিকা দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।