ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা টিকা ঢামেকে ১ম নেবেন প্রফেসর এবিএম জামাল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
করোনা টিকা ঢামেকে ১ম নেবেন প্রফেসর এবিএম জামাল

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রথম করোনা টিকা নেবেন হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এবিএম জামাল। চলিত মাসের ২৮ তারিখে সকালেই করোনা প্রতিরোধের টিকা নেবেন তিনি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে এ বিষয়ে কথা হয় ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের সঙ্গে।

তিনি বলেন, চলিত মাসের ২৮ তারিখে সকালে করোনা প্রতিরোধের জন্য প্রথম টিকা নেবেন ঢামেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এবিএম জামাল। তারপরে আনুমানিক ১০০ জনকে এই টিকা প্রয়োগ করা হবে। সবাই হাসপাতালের স্টাফ।

এছাড়া টিকা নেওয়ার স্থান আগের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ড সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  

বিকেলে হাসপাতালে পরিচালকসহ কর্মকর্তারা আন্ডারগ্রাউন্ড পরিদর্শন করে কাজের তদারকি করেন।  

এ বিষয়ে প্রফেসর এবিএম জামাল বাংলানিউজকে বলেন, আমি স্বেচ্ছায় করোনা টিকা নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছি এবং ২৮ জানুয়ারি সকালে আমি প্রথম টিকা নেওয়ার পর কার্যক্রম উদ্বোধন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।