ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সিএইচসিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সিএইচসিপি

ঢাকা: দেশের প্রান্তিক জনগণের দোর-গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) অবদান অনস্বীকার্য। তাদের নিরলস প্রচেষ্টার কারণেই স্বাস্থ্যসেবায় বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটির মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (কেন্দ্রিয় এডহক কমিটি) আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বড় একটা অংশ কমিউনিটি ক্লিনিকের মাধ্যেমে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। প্রধানমন্ত্রীর অবদান এ কমিউনিটি ক্লিনিক সেবা বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

মুখ্য আলোচক হিসেবে বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, সিএইচসিপিদের কাজের স্বীকৃতি স্বরূপ যথাযথ মুল্যায়ন করতে কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে। আমলারা কমিউনিটি ক্লিনিক এবং হেলথ কেয়ার প্রোভাইাডারদের সম্পর্কে প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছেন। ফলে তিনি করোনাভাইরাস পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীকে নিয়ে সিএইচসিপিদের একটি মহাসমাবেশ করার পরামর্শ দেন।

সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. আকরাম চৌধুরীর সঞ্চালনায় ও আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখে স্বাধীনতা সরকারি চাকরিজীবী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস, সিএইচ‌সি‌পি অ‌্যা‌সো‌সি‌য়েশ‌নের হবিগঞ্জ জেলা সভাপতি আব্দুর রশিদ, মুন্সিগঞ্জ জেলা সভাপতি পলাশ হোসেন, রাজশাহী বিভাগ সভাপতি ফেরদৌস আহমদ তুহিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম অন্তর, যুগ্ম সাধারণ সম্পাদক শিফাত আহমদ খান, ঢাকা বিভাগের সভাপতি আব্দুল মালেক ভুঁইয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাজলসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
পিএস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।