ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ফেনী জেনারেল হাসপাতালে হেমোডায়ালাইসিস চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
ফেনী জেনারেল হাসপাতালে হেমোডায়ালাইসিস চালু

ফেনী: রোগীদের নামমাত্র টাকায় ডায়ালাইসিস সেবা দিতে ফেনী জেনারেল হাসপাতালে হেমোডায়ালাইসিস ইউনিট চালু করা হয়েছে। এর মধ্য দিয়ে ফেনী জেলার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রাযোগ হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল কমপ্লেক্সে চট্টগ্রাম স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেমোডায়ালাইসিস ইউনিটের উদ্ধোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ফেনী জেলার সাধারণ সম্পাদক ডা. বিমল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল হক, সিভিল সার্জন ডা. মো সাজ্জাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

বিএমএয়ের ফেনী জেলার সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসারের সমন্বয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. কামরুজ্জামান, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর হোসেন প্রমুখ।

স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্র জানায়, ফেনী জেনারেল হাসপাতালের পুরাতন ভবনে স্থাপিত হয়েছে ১০ শয্যার হেমোডায়ালাইসিস বিভাগ। এখানে প্রতিদিন দুই শিফটে ২০ জন রোগী ডায়ালাইসিস করতে পারবেন।

প্রতিবার ডায়ালাইসিস করতে পরীক্ষা-নিরীক্ষাসহ ৪০০ টাকা খরচ হবে। ১০ জন স্বাস্থ্যকর্মী (নার্স ও টেকনিশিয়ান) ও ৪ চিকিৎসক প্রতি শিফটে দায়িত্ব পালন করবেন। হেপাটাইটিস ‘বি’ ও হেপাটাইটিস ‘সি’ আক্রান্তরা তিনটি শয্যায় ডায়ালাইসিস সেবা নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।