ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ইজতেমায় ফ্রি চিকিৎসা দিচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ইজতেমায় ফ্রি চিকিৎসা দিচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি

ঢাকা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) সহযোগিতায় প্রতিবারের মতো এবারও বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ইজতেমার উত্তর পাশে গাজীপুর সিটি করপোরেশনের পানির ট্যাংক সংলগ্ন এলাকায় স্থাপিত কেন্দ্রে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ইজতেমা চলাকালীন প্রতিদিন সকাল ৮ থেকে রাত ১১টা পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মাহফুজুল হকের নেতৃত্বে সাত সদস্যের একটি মেডিক্যাল টিম এ চিকিৎসাসেবা দিচ্ছে বলে জানায় সোসাইটির স্বাস্থ্য বিভাগ।

ডা. মাহফুজুল হক বলেন, রেড ক্রিসেন্ট চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা কার্যক্রম শুরু করার পরপরই রোগীদের প্রচণ্ড চাপ শুরু হয়েছে। চাপ সামলাতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। অধিকাংশ রোগীরা ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের পরিচালক ও কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ডা. শাহানা জাফর বলেন, ইজতেমার মুসল্লিদের ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা আগতদের প্রাথমিক চিকিৎসাসেবা দিচ্ছে।

অসুস্থ মুসল্লিদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসা নিতে আসা অন্য রোগীদের প্রেসক্রিপশন ও বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে বলেও জানায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগ।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।