ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

প্রধানমন্ত্রীর দেওয়া অ্যাম্বুলেন্স পেল গোবিন্দগঞ্জবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
প্রধানমন্ত্রীর দেওয়া অ্যাম্বুলেন্স পেল গোবিন্দগঞ্জবাসী প্রধানমন্ত্রীর দেওয়া আধুনিক অ্যাম্বুলেন্স

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জবাসীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর দেওয়া আধুনিক অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ও দেশের মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মণ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রূপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।