ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২ লাখ ৬১ হাজার শিশু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
খুলনায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২ লাখ ৬১ হাজার শিশু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের ২য় রাউন্ড পালন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

খুলনা: খুলনায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের ২য় রাউন্ডে এবার ২ লাখ ৬১ হাজার ৯শ’ ৯২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

২৩ ডিসেম্বর-২০১৭ জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের ২য় রাউন্ড পালন উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

মহানগরীর সামছুর রহমান রোড এলাকার স্কুল হেলথ ক্লিনিকে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক।

সভায় সিভিল সার্জন জানান, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে ২৩ ডিসেম্বর 
(শনিবার) সারাদেশের মতো খুলনায়ও ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নিল রঙের ভিটামিট এ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে।

খুলনার ৯টি উপজেলায় এক হাজার সাতশ’ ৬০টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে মোট একলাখ ৭০ হাজার একশ’ ৫০ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকার লক্ষ্যমাত্রা হচ্ছে- ৫৮০টি কেন্দ্রে মোট ৯১ হাজার আটশ’ ৪২ শিশু।
তিনি আরও জানান, সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এর সঙ্গে প্রচার করা হবে স্বাস্থ্যবার্তা। তবে খালি পেটে ক্যাপসুল খাওয়ানো যাবে না।

তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধির ফলে এরইমধ্যে দেশে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুহার কমেছে। বর্তমানে প্রতি হাজার শিশু জন্মে মৃত্যু মাত্র ১৬টি।  

জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে এমন কোনো সংবাদ পরিবেশন না করা এবং জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সাংবাদিকদের সহায়তা চান সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক।

খুলনা সিভিল সার্জন অফিস এবং খুলনা সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিভি খুলনা জেলা সংবাদদাতা মকবুল হোসেন মিন্টু, ঢাকা টাইমসের প্রতিনিধি শেখ আবু হাসান এবং ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মো. আতিয়ার রহমান।

কর্মশালায় খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, খুলনা সিটি কর্পোরেশনের সহকারী মেডিকেল অফিসার, পিআইডি ও বেতার প্রতিনিধিসহ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।