ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নিরাপত্তার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
নিরাপত্তার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান

ঢাকা: চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের আলাপকালে তিনি একথা বলেন।  

তিনি বলেন, চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

তবে রোগীদের কথা মাথায় রেখে হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন,  আমাদের শিক্ষানবিশ চিকিৎসকরা রোহিঙ্গাদের সাস্থ্য সেবায় জন্য কাজ করেছে। চিকিৎসকরা রোগীর জীবন বাঁচানোর জন্য চিকিৎসা দেয়। অথচ আমাদের ওপর হামলা হচ্ছে,  এইটা মেনে নেওয়া যায় না। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে।

নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের গেট বন্ধ করে অবস্থান নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন।

তাদের দাবির মধ্যে আরেকটি হলো- ভিজিটর কার্ড ছাড়া বহিরাগত কেউ হাসপাতালে প্রবেশ করতে পারবেনা।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে তারা এ অবস্থান নেন। এছাড়া তারা নতুন ভবনের নিউরোমেডিসিন ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের রোগী দেখার টিকিট (আউটডোর) বিক্রি বন্ধ করে দিয়েছেন।

গত রোববার (২৯ অক্টোবর) ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও বহিরাগত কিছু ব্যক্তি হৃদরোগ বিভাগে প্রবেশ করে চিকিৎসকদের মারধর করে। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে চার চিকিৎসক ও দুই আনসার সদস্য আহত হন।

**ঢামেক বহির্বিভাগে ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান, বিক্ষোভ

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এজেডএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।