ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউতে ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
বিএসএমএমইউতে ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার বিএসএমএমইউতে চলছে সেমিনার/ছবি: সংগৃহীত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সারভিক্যাল ও ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা উন্নয়ন ও জনসচেনতা বৃদ্ধিতে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ সেমিনারের অয়োজন করা হয়।

ক্যানসার প্রতিরোধ নিয়ে এতে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আশ্রাফুন্নেসা। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল ইসলাম খান ক্যানসার নিয়ে সচেতনার কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) বিএমএ-এর সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ, ক্যানসার সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত স্ট্যাবলিশমেন্ট অব ন্যাশনাল সেন্টার ফর সারভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড টেস্টিং অ্যাট বিএসএমএমইউ প্রকল্পে প্রতিদিন চলে এ বিষয়ে পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের মহিলা বিভাগে যোগাযোগ করলেই এসব পরীক্ষা করা যাবে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।