ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

হবিগঞ্জে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
হবিগঞ্জে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শনিবার (১০ ডিসেম্বর) হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

হবিগঞ্জ: শনিবার (১০ ডিসেম্বর) হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. দেবপদ রায় এ তথ্য জানান।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল সভাকক্ষে সিভিল সার্জন অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ৬/১১ মাস বয়সী ৪০ হাজার ৯৭৭ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২/৫৯ মাস বয়সী ৩ লাখ ৪ হাজার ৮০৭ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্যকর্মীরা জেলার কেন্দ্রগুলোতে ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন।

এসময় উপস্থিত ছিলেন-হবিগঞ্জ জেলায় কর্মরত ইলেক্ট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।