ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চূড়ান্ত পর্যায়ে চিকিৎসক ও রোগী সুরক্ষার আইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
চূড়ান্ত পর্যায়ে চিকিৎসক ও রোগী সুরক্ষার আইন

চিকিৎসক ও রোগীদের সুরক্ষার জন্য প্রস্তাবিত চিকিৎসা সেবা আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

ঢাকা: চিকিৎসক ও রোগীদের সুরক্ষার জন্য প্রস্তাবিত চিকিৎসা সেবা আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে এক সভা শেষে মন্ত্রী বলেন, আইনটির ব্যাপারে আমরা দীর্ঘ দিন কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, রোগী ও চিকিৎসকদের সুরক্ষার জন্য আগে থেকেই অনেক আইন রয়েছে। তারপরও আমরা সবগুলোকে একীভূত করে একটি যুযোগযোগী চিকিৎসা সেবা আইন করতে যাচ্ছি। এটা খুব তাড়াতাড়ি চূড়ান্ত করা হবে। তাড়াতাড়ি মন্ত্রিসভায় যাবে। এরপর সংসদে পাস হবে বলে আশা করছি।
 
মন্ত্রী বলেন, আমরা যেমন চিকিৎসকদের সুরক্ষা করতে চাই, তেমনি আমাদের রোগীদেরও সুরক্ষা করতে অত্যন্ত সংবেদনশীল হয়ে আইনটি করতে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।