ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আজীবন সম্মাননা পেলেন ডা. প্রাণ গোপাল দত্ত

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আজীবন সম্মাননা পেলেন ডা. প্রাণ গোপাল দত্ত

আজীবন সম্মাননা পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ নাক, কান, গলা বিশেষজ্ঞ ১৩ চিকিৎসক।

ঢাকা: আজীবন সম্মাননা পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ নাক, কান, গলা বিশেষজ্ঞ ১৩ চিকিৎসক।

এদের মধ্যে বাংলাদেশের ৬ জন, ভারতের ১ জন এবং নেপাল, শ্রীলংকা ও পাকিস্তানের ২ জন করে চিকিৎসক রয়েছেন।

রোববার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ডা. প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক ডা. আলী আফজাল খান, অধ্যাপক ডা. এম. এ. মাজেদ, অধ্যাপক ডা. মো. নুরুল আমিন, অধ্যাপক ডা. আব্দুল্লাহ এ. হারুন, অধ্যাপক ডা. এস. কে. ক্যাকার, ভারতের চিকিৎসক ড. অধ্যাপক মোহন কামেস্মরণ, নেপালের ডা. রাকেশ প্রসাদ শ্রিভাসটাভ, অধ্যাপক ডা. বিমল কুমার সিনহা, শ্রীলংকার ডা. রণজিৎ আবেইউইকরামা, ডা. ওয়াইজাইয়াসসোমা রত্ন‍াইয়ক এবং পাকিস্তানের অধ্যাপক ডা. মুহাম্মদ ইকবাল হোসেন ভুট্ট ও অধ্যাপক ডা. মুহিবুল্লাহ খানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয় সোসাইটি অব অটোলারিংগোলোজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জন্স অব বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বক্তব্য রাখেন সার্ক ইএনটির সভাপতি ডা. ডিএসসি পেরেরা, ফাউন্ডার সেক্রেটারি অধ্যাপক ডা. অরুন কুমার আগরওয়াল, আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জহুরুল হক সাচ্চু।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।