ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ইন্টার্ন চিকিৎসকদের বেতন বেড়ে ১৫ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
ইন্টার্ন চিকিৎসকদের বেতন বেড়ে ১৫ হাজার

ঢাকা: সরকারি হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। চলতি মাস থেকেই এই ভাতা কার্যকর হবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক স্মারকপত্রে এ কথা জানানো হয়। স্মারকপত্রে বলা হয়, বাড়ানো ভাতার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার আগে ইন্টার্নদের ভাতা ছিল ৬ হাজার ৫০০ টাকা। পরে তা বাড়িয়ে করা হয় ১০ হাজার টাকা। সেই ভাতা এবার আরও বাড়িয়ে ১৫ হাজার টাকায় উন্নীত করা হলো।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।