ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

প্রত্যন্ত অঞ্চলে কর্মরতদের কাজে অবহেলা বরদাস্ত করা হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
প্রত্যন্ত অঞ্চলে কর্মরতদের কাজে অবহেলা বরদাস্ত করা হবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: প্রত্যন্ত অঞ্চলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা প্রত্যন্ত অঞ্চলে কর্মরত রয়েছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। দায়িত্বের ব্যাপারে কোন প্রকার অবহেলা বরদাস্ত করা হবে না।



ওইসব অঞ্চলের মানুষ যাতে স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসাসহ সরকারি কোনো সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে।

বুধবার (২ মার্চ) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্ব দ্বারা দেশের সব সমস্যার সমাধানের চেষ্টা করছেন। দুই বছর আগে মানুষ যা চিন্তা করতে পারেনি, এখন তারও বাস্তবায়ন দেখতে পারছে। ইতোমধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। স্বাস্থ্যসেবা তৃণমূল মানুষের দৌড়গোড়ায় পৌছে দেওয়া হয়েছে। শিক্ষা ও কৃষিখাতে অগ্রগতি হয়েছে।

এসময় সিরাজগঞ্জে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, সিরাজগঞ্জকে নতুনভাবে সাজানোর প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পর্যটনমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রী সিরাজগঞ্জ সফরে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গেছেন।

জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন শহীদ মো. সাদিকুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য্য, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম খান, কে এম হোসেন আলী হাসানা, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবু হেনা মোস্তফা কামাল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর আলী শেখ, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, পৌর মেয়র আশানুর বিশ্বাস, আব্দুল্লাহ পাঠান প্রমুখ।

সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।