ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শ্রীমঙ্গল প্রেসক্লাবে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
শ্রীমঙ্গল প্রেসক্লাবে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক সভা ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গল প্রেসক্লাবে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়।

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব), শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক জহর তরফদারের সঞ্চালনায় ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্পাদক এম. ইদ্রিছ আলী।

এ সময় নাটাব সিলেট বিভাগীয় সোশ্যাল মোবিলাইজার সুমন কুমার চৌধুরী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ৩০ জন সাংবাদিক অংশ নেন।

সভায় নাটাব’র পক্ষ থেকে জানানো হয়, যক্ষ্মা রোগে দেশে বছরে ৭০ হাজার লোক মারা যাচ্ছেন। দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশের বেশি ব্যক্তির শরীরে সুপ্ত অবস্থায় যক্ষ্মা রোগের জীবানু থাকে। রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে এটি আক্রমণ করে থাকে।

তবে জন্মের পরেই নবজাতককে যক্ষ্মা প্রতিষেধক ইনজেকশন দেওয়া হলে ৮৫ শতাংশ ক্ষেত্রে এ রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব। ‘যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নেই’। বর্তমানে যক্ষ্মা রোগ নির্ণয় ও রোগীদের ওষুধসহ চিকিৎসার সব ব্যবস্থা সরকার বিনামূল্যে করছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
বিবিবি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।