ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নিজেকে মুন্না ভাই এমবিবিএস বললেন স্বাস্থ্যমন্ত্রী

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
নিজেকে মুন্না ভাই এমবিবিএস বললেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম /ফা‌ইল ফটো

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, আমি কোনো ডাক্তার নই। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি এ দায়িত্ব উপভোগ করি।

অনেকে আমাকে ডাক্তার বলে থাকেন। তবে আমি মুন্না ভাই এমবিবিএসের মতো।   

বুধবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নিউরোলজি সেমিনার-২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নিউরোলজি হাসপাতাল ঢাকায় যেটা আছে সেটা খুবই ভাল। এখানে ১৫০ জন ডাক্তার রয়েছেন। তবে ১৬ কোটি মানুষের জন্য এটা যথেষ্ট নয়।

তিনি বলেন, এখানে গ্রামের লোক ঠিকমতো চিকিৎসা নিতে পারেন না। তাই এটাকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠ‍ানে উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। মোহনার মতো হাসপাতাল বাংলাদেশ আছে এটা আমি বিশ্বাস করতে পারিনি। আমার ঘনিষ্ঠ বন্ধু জগলুল আহমেদ চৌধুরী চিকিৎসাহীনতায় মারা গেছেন এটা চিন্তাই করতে পারিনা।

তিনি বলেন, মোহনার মতো অবৈধ চিকিৎসা কেন্দ্র বন্ধ করতে নির্দেশ দিয়েছি। আমি খ‍ুশি হতাম আপনারা যদি ‍এ ধরনের ক্লিনিকের বিরুদ্ধে সোচ্চার হতেন।

তিনি নাম উল্লেখ না করে বলেন, একজন বিখ্যাত ডাক্তার বলেছেন ডায়াগনস্টিক সেন্টারের অনুমতি নিয়ে হাসপাতাল চাল‍ানো যাবে না তা তিনি জানতেন না। একজন ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অন্য ডাক্তার কেন দাঁড়ান না তা বুঝতে পারিনা।

তিনি বলেন, চিকিৎসকরা কসাই না।   তারা রোগীকে ক্লিনিকে জবাই করতে নয়, চিকিৎসার জন্য আনেন।

তিনি বলেন, সরকার নতুন করে ৬ হাজার নিয়োগ দিয়েছে। তারা তাদের নিজ নিজ গ্রামে কর্মরত রয়েছেন। আমি বলেছি আপনারা গ্রামে গিয়ে চিকিৎসা দিন।

চট্টগ্রাম ও রাজশাহীতে আরো নতুন দুটি মেডিকেল খোল‍া হচ্ছে বলে তিনি জানান, এর প্রক্রিয়া চলছে।

মন্ত্রী দাবি করেন, এবার মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্ন ফাঁস হয়নি।

এ সময় ধনাঢ্য ব্যক্তিদের প্রতি তিনি হাসপাতাল খোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর সৈয়দ মঞ্জু‍রুল ইসলাম, প্রফেসর এম এ মান্নান, প্রফেসর ড. মাহমুদ হাসান, প্রফেসর প্রাণ গোপাল দত্ত, প্রফেসর দীন মোহাম্মদ,  নুরুল হক, প্রফেসর এম ইকবাল হারসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।