ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নীলফামারীতে এইডস প্রতিরোধে প্রচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
নীলফামারীতে এইডস প্রতিরোধে প্রচারণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: তৃণমূল পর্যায়ে এইচআইভি/এইডস বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালাচ্ছে উন্নয়ন মূখী সমাজ কল্যাণ সমিতি(ইউএসকেএস)।

কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৩ নভেম্বর) বিকেলে নীলফামারী শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
আলোচনা সভায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুলতান আলী ও ইউএসকেএসর নির্বাহী পরিচালক আহসান রহিম মঞ্জিল বক্তব্য রাখেন। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন স্থানীয় শিল্পিরা।
 
ইউএসকেএসর নির্বাহী পরিচালক আহসান রহিম মঞ্জিল জানান, দাতা সংস্থা মাত্রার সহযোগিতায় তৃণমূল পর্যায়ের মানুষদের মাঝে এইডস নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিন ধরে কর্মসূচি চালানো হচ্ছে। সব শ্রেণির মানুষ এই কর্মস‍ূচিতে অংশগ্রহণ করছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।