ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট কেটে গেছে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৪
ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট কেটে গেছে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট সমস্যার সমাধান হয়েছে।

বাংলানিউজে প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ওষুধ সরবারহ করলে সংকট কেটে যায়।

এতে বৃহস্পতিবার সকাল থেকে সব ধরণের ওষুধ পাচ্ছেন রোগীরা।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট নিয়ে গত মঙ্গলবার বাংলানিউজে প্রতিবেদনটি প্রকাশ হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, ৫০ শয্যা বিশিষ্ট ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তঃবিভাগ ও বর্হিবিভাগে প্রতিদিন গড়ে ৩০০ রোগী চিকিসাসেবা গ্রহণ করেন। রোগীদের সরকারিভাবে প্রায় ৪০ ধরণের ওষুধ সরবরাহ করা হয়।

কিন্ত, গত ৩১ জুলাই ওষুধের মজুদ শেষ হয়। ওষুধ সংকটের কারণে চিকিৎসাসেবা একেবারেই বন্ধ হয়ে যায়।

বাংলানিউজে সংবাদ প্রকাশের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উর্দ্ধতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ওষুধের ব্যবস্থা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রামপদ সূত্রধর বাংলানিউজকে বলেন, প্রত্যেক অর্থ বছরের শুরুতে ওষুধের বরাদ্দ পেতে একটু সময় লাগে। এ কারণে ওষুধের সংকট সৃষ্টি হয়েছিল।

রোগীর চাহিদা অনুযায়ী ওষুধের ব্যবস্থা করা হয়েছে। এখন আর ওষুধের সংকট নেই বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।