ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

স্বাস্থ্য

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র, প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র, প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন  ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রক্রিয়াকে ষড়যন্ত্র উল্লেখ করে এর প্রতিবাদে এবং স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।  

শনিবার (৮ মার্চ) দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

আগের দিন হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. ফরিদুর রহমান বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি।  

এ সময় হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় ছাত্রদল আন্দোলন করবে জানালে জেলা প্রশাসক প্রতিষ্ঠানটি বহাল রাখার ব্যাপারে কাজ করছেন বলে তাদের অবগত করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ জেলার ৩০ লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের একমাত্র অবলম্বন। ক্রমাগতভাবে এতে শিক্ষার্থী সংখ্যা বাড়লেও দুর্ভাগ্যবশত এর তেমন কোনো উন্নয়ন হয়নি; এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। উপরন্তু কলেজটি বন্ধের প্রক্রিয়া চলছে। এই ষড়যন্ত্রও অপচেষ্টা বন্ধ না হলে জেলাবাসী ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তুলবে।  

এ সময় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।