ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

শেষ মুহূর্তের জয়ে দুইয়ে উঠে এলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
শেষ মুহূর্তের জয়ে দুইয়ে উঠে এলো ম্যানইউ গোলদাতা রাশফোর্ডকে ধরার জন্য ছুটছেন পগবা

মৌসুমের শুরুটা তেমন ভাল না হলেও ম্যানচেস্টার ইউনাইটেড বছর শেষ করলো ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুইয়ে থেকে। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলরা শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়েছে উলভসের বিপক্ষে।

 

নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচটিতে ইউনাইটেড ৩ পয়েন্ট আদায় করে মার্কাস রাশফোর্ডের গোলে। অতিরিক্ত তৃতীয় মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে জয়সূচক গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি বছরে ইউনাইটেডের হয়ে ২৯ ম্যাচে ১৮ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন পর্তুগিজ মিডফিল্ডারর ফার্নান্দেস।

এই জয়ে দুইয়ে ওঠে আসা ওলে গানার সুলশারের শিষ্যদের পয়েন্ট ১৫ ম্যাচে ৩০। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল। ইউনাইটেড নতুন বছরে প্রথম ম্যাচ খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে, ০১ জানুয়ারি।  

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।