ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

এক দশকের ‘রাজা’ বার্সা ও মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এক দশকের ‘রাজা’ বার্সা ও মেসি ছবি: সংগৃহীত

২০১০ থেকে ২০১৯, এই এক দশকে ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে বার্সেলোনা। অসংখ্য সাফল্য কাতালান ক্লাবটিকে দিয়েছে দশকের ‘রাজা’র খেতাব। একইভাবে ফুটবলারদের মধ্যে এই তকমার একমাত্র দাবিদার লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্য কোনো খেলোয়াড় তার ধারেকাছেও নেই।

সবচেয়ে বেশি জয় পাওয়া ক্লাব
-    বার্সেলোনা: ২৮৯ জয়
-    রিয়াল মাদ্রিদ: ২৭৩ জয়
-    জুভেন্টাস: ২৬০ জয়
-    ম্যানচেস্টার সিটি: ২৫০ জয়
-    বায়ার্ন মিউনিখ: ২৫০ জয়

পেপ গার্দিওলা থেকে বর্তমান কোচ আর্নেস্তো ভালভার্দে পর্যন্ত ২৮৯ ম্যাচে জয় পাওয়া বার্সেলোনার বিপক্ষে লা লিগার সকল তথা ৩৪টি প্রতিপক্ষই হারের লজ্জায় ডুবেছে। এই সময়ে লা লিগায় ১০টির মধ্যে ৭টি শিরোপাই গেছে বার্সার ঘরে।

সবচেয়ে বেশি জয়ের মুখ দেখেছেন মেসি
-    মেসি: ২৬০ জয়
-    সার্জিও বুসকেতস: ২৪৫ জয়
-    ক্রিস্টিয়ানো রোনালদো: ২৪৪ জয়
-    টমাস ম্যুলার: ২২৮ জয়
-    করিম বেনজেমা: ২১৯ জয়
-    জেরার্ড পিকে: ২১৯ জয়

সবচেয়ে বেশি গোল করেছে বার্সা
-    বার্সেলোনা: ১০৬০ গোল
-    রিয়াল মাদ্রিদ: ১০১৬ গোল
-    বায়ার্ন মিউনিখ: ৮৬৩ গোল
-    ম্যানচেস্টার সিটি: ৮৪১ গোল
-    পিএসজি: ৮২৭ গোল

শীর্ষ গোলদাতা মেসি
-    মেসি: ৩৬৯ গোল
-    ক্রিস্টিয়ানো রোনালদো: ৩৩৫ গোল
-    এদিনসন কাভানি: ২২৩ গোল
-    রবার্ট লেভান্ডোভস্কি: ২২১ গোল
-    লুইস সুয়ারেস: ২১০ গোল
-    সার্জিও আগুয়েরো: ১৯৮ গোল

সবচেয়ে বেশি অ্যাসিস্টও মেসির
-    মেসি: ১৩৬
-    আনহেল দি মারিয়া: ১০৮
-    মেসুত ওজিল: ১০৬
-    টমাস ম্যুলার: ১০৩
-    ক্রিস্টিয়ানো রোনালদো: ৯৫
-    দাভিদ সিলভা: ৯৪

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।