রিয়াল মাদ্রিদের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছিলেন দানি সেবাইয়োস। দলটির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন এই মিডিফিল্ডার।
গতকাল এক বিবৃতিতে সেবাইয়োসের ইনজুরির বিষয়টি জানায় রিয়াল। সেখানে বলা হয় হ্যামস্ট্রিং চোটে পড়েছেন তিনি। যদিও জানানো হয়নি কতদিনের জন্য ছিটকে গিয়েছেন। তবে সূত্রের বরাত দিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের প্রতিবেদন বলছে, দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে গিয়ে এই চোট পান সেবাইয়োস। ম্যাচটিতে এন্দ্রিকের গোলে জয়লাভ করে রিয়াল। পুরো ম্যাচেই খেলতে দেখা যায় সেবাইয়োসকে। কিন্তু ম্যাচ শেষে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর রিয়াল তার চোটের কথায় জানায়।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
আরইউ