ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালকে আবারও রক্ষা করলেন রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
রিয়ালকে আবারও রক্ষা করলেন রামোস ছবি:সংগৃহীত

ম্যাচের শেষ দিকে গোল করে দলকে ড্রয়ের হাত থেকে বাঁচালেন অধিনায়ক সার্জিও রামোস। আর দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে নিজেদের ক্লাব ইতিহাসে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো জিনেদিন জিদান শিষ্যরা।

ঢাকা: ম্যাচের শেষ দিকে গোল করে দলকে ড্রয়ের হাত থেকে বাঁচালেন অধিনায়ক সার্জিও রামোস। আর দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে নিজেদের ক্লাব ইতিহাসে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো জিনেদিন জিদান শিষ্যরা।

রোববার রাতে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো লা করুনাকে আতিথিয়েতা জানায় রিয়াল। তবে এ ম্যাচে ছিলেন না দলের সেরা তিন তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেল। তাদের বিশ্রামে রাখা হয়েছে। ২০১৪ সালের মে মাসের পর এই প্রথম এদের তিন জনের কেউই রিয়ালের হয়ে মাঠে নামেনি।

এদিন ম্যাচের প্রথমার্ধ অবশ্য কোনো দলই গোলের দেখা পায়নি। ‘বিবিসি’ তারকাদের ছেড়ে খেলতে বেশ বেগ পেতে হয়েছিল গ্যালাকটিকোদের। তবে বিরতির পর আলভারো মোরোতার গোলে লিড নেয় রিয়াল।

কিন্তু খেলার ৬৩ ও ৬৫ মিনিটে রিয়াল শিবিরকে চুপ করিয়ে দেন বিপক্ষ ফুটবলার হোসে। এ সময় তার জোড়া গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে ৮৪ মিনিটে মারিয়ানো ডিয়াজের গোলে স্বস্তি ফেরে রিয়ালে। ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় ২-২।

ম্যাচটি স্বাভাবিকভাবে ড্রয়ের দিকেই এগুচ্ছিল। তবে হাল ছাড়তে নারাজ রিয়াল। ম্যাচের নির্ধারিত সময়ের পর রেফারি যোগ করেন আরও চার মিনিট। যোগ করা দ্বিতীয় মিনিটেই বাজিমাত করেন আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে দলকে শেষ দিকে রক্ষা করা রামোস। এবার তিনি টনি ক্রুসের থেকে বল পেয়ে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। আর এ জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করলো জিদান শিষ্যরা। সমান ম্যাচে ছয় পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়স্থানে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।