ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

ফুটবল

খুশি সেন্টু, তৃপ্ত নন কোটান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
খুশি সেন্টু, তৃপ্ত নন কোটান ছবি: অনিক খান

ময়মনসিংহ থেকে: শক্তিশালী আবাহনী ক্রীড়া চক্রের বিরুদ্ধে ময়মনসিংহ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ড্র করতে পেরে সন্তুষ্ট মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু। আর দলের মূল স্ট্রাইকার ইংল্যান্ডের লি টাকের অনুপস্থিতির কারণে এদিন দল ভালো খেলতে পারেনি বলে স্বীকার করেছেন আবাহনীর কোচ জর্জ কোটান।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে এমন অনুভূতির কথা জানান দু’দলের এই দুই কোচ।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু বলেন, আমার খেলোয়াড়দের আত্মবিশ্বাস প্রবল। কীভাবে জিতবো এ চিন্তাই সব সময় কাজ করে। খেলোয়াড়দের এ পারফরম্যান্সে আমি খুশি। শেষ দিকে সুযোগ পেয়েও আমাদের নিশ্চিত একটি গোল হাতছাড়া হয়েছে। কিন্তু এটা আমরা মেনে নিয়েছি। কারণ এটা ফুটবল।

সেন্টু আরও বলেন, আবাহনীর ৮ জন জাতীয় দলের খেলোয়াড়। ওদের রয়েছে ৩ বিদেশি ফুটবলারও। জাভেদ ম্যাচের শেষ দিকে একটা গোল মিস করেছে। ওর জায়গায় অভিজ্ঞ খেলোয়াড় থাকলে হয়তো গোল হতো।

আবাহনীর বিদেশি কোচ জর্জ কোটান বলেন, আমরা প্রথম দিক থেকেই চাপ প্রয়োগ করে খেলেছি। অনেক সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি। আমার টিমের সেরা খেলোয়াড় ইংল্যান্ডের লি টাক এ ম্যাচ খেলতে পারেননি। সে আগের ম্যাচে লাল কার্ড পেয়েছে। ও থাকলে ম্যাচ অন্য মোড় নিতো। সে না থাকায় টিমের ছন্দ নষ্ট হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, আগষ্ট ০৮, ২০১৬
এমএএএম/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।