ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

ফুটবল

অ্যাতলেতিকোর কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
অ্যাতলেতিকোর কষ্টার্জিত জয়

ঢাকা: দিয়েগো গডিনের একমাত্র গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের চলমান আসরে ইংলিশ প্রিমিয়ারের গতবারের চমক দেখানো টটেনহামের বিপক্ষে ১-০তে জয় পায় স্প্যানিশ ক্লাবটি।

 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অ্যাতলেতিকোর হয়ে মাঠে নামেন ও’ব্লাক, গডিন, স্যাভিক, ফিলিপ লুইস, সাউল, গ্যাবি, থিয়াগো, হেক্টর আর তোরেসের মতো তারকারা। গতবারের চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপদের লিড পাইয়ে দেন উরুগুয়ের তারকা সেন্টারব্যাক গডিন।

ম্যাচের ৪০তম মিনিটে লিড নেয় অ্যাতলেতিকো। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্প্যানিশ দলটি। তবে, বিরতির পর আর গোলের দেখা মেলেনি তাদের।

ইংলিশ প্রিমিয়ারের দল টটেনহাম নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।