ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

ফুটবল

চিকিৎসকের মৃত্যু, ওসাসুনার সঙ্গে ম্যাচ স্থগিত বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
চিকিৎসকের মৃত্যু, ওসাসুনার সঙ্গে ম্যাচ স্থগিত বার্সেলোনার ছবি: সংগৃহীত

গতকাল বাংলাদেশ সময় রাত ২টায় লা লিগার ম্যাচে ওসাসুনার মুখোমুখি হওয়ার কথা ছিল বার্সেলোনার। কিন্তু এর আগেই দুঃসংবাদ পায় তারা।

দলটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা গেছেন। যে কারণে পরে আর ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।

ম্যাচ উপলক্ষে একাদশ ঘোষণা করার দেওয়া হয়েছে। এমনকি ম্যাচের আগে ফুটবলাররা মাঠে নেমে গেছেন নিজেদের গা গরম করার জন্য। কিন্তু ২০ মিনিট আগেই দুঃসংবাদ পায় তারা। শোক বয়ে আসে বার্সা শিবিরে। স্থগিত করা হয় ম্যাচ।  

এক বিবৃতিতে চিকিৎসক গার্সিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বার্সেলোনা। বিবৃতিতে বলা হয়, ‘আজ (শনিবার) সন্ধ্যায় প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুতে বার্সেলোনা গভীরভাবে শোকাহত। এই কারণে বার্সেলোনা ও ওসাসুনার ম্যাচটি স্থগিত করা হয়েছে। এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি বার্সেলোনার পরিচালনা পর্ষদ ও ক্লাবের স্টাফরা আন্তরিক সমবেদনা জানাচ্ছে। ’

২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ৫৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তিন নম্বরে আছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।