বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদককে পদটি বেতনভুক্ত। সেখানে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়ে থাকে।
তিন মাস পর চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। যার মেয়াদ এই ডিসেম্বরে শেষ হওয়ার কথা। আজ বাফুফের নির্বাহী কমিটির সভায় তুষারের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফেতে কাজী সালাউদ্দিন যুগের অবসান হয়েছে। গত অক্টোবরে নতুন কমিটি দায়িত্ব নিয়েছেন। আজ নতুন কমিটির দ্বিতীয় সাধারণ সভা ছিল। সভায় সাধারণ সম্পাদকের চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৩ সালের ২৭ এপ্রিল বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন তুষার। বাফুফের আগের সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ছিলেন তিনি। তিন মাসের জন্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার পর এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি হয় তার।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এআর