ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ফিচার

স্থিরচিত্রে চলতি বছরের হজ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
স্থিরচিত্রে চলতি বছরের হজ

প্রতিবছর সারাবিশ্ব থেকে অসংখ্য মানুষ হজ পালনে সৌদি আরবে যান। হজের সময়ে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক’ ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের ময়দান। 

প্রতিবছরের মতো এবারও সারাবিশ্বের ২০ লাখের বেশি মুসল্লি হজ পালনে সৌদি গিয়েছেন। পবিত্র স্থানটিতে মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করে ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ হাজিরা।

 

হজ পালনের নানা মুহূর্ত নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত স্থিরচিত্র প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বাংলানিউজের পাঠকদের জন্য হজ ও পবিত্র স্থানগুলোর স্থিরচিত্র তুলে ধরা হলো-

এ বছর হজ পালনে সারাবিশ্বের ২০ লাখের বেশি মুসল্লি সৌদি গিয়েছেন।

এ বছর হজ পালনে সারাবিশ্বের ২০ লাখের বেশি মুসল্লি সৌদি গিয়েছেন।
 

আরাফাতের ময়দানের কাছে নিমরাহ মসজিদে যাচ্ছেন হাজিরা।

আরাফাতের ময়দানের কাছে নিমরাহ মসজিদে যাচ্ছেন হাজিরা।
 

দৃষ্টি অক্ষম হাজিকে পথ চলতে সাহায্য করছেন আর এক হাজি।  

দৃষ্টি অক্ষম হাজিকে পথ চলতে সাহায্য করছেন আর এক হাজি।  
 

আরাফাতের জাবাল আল রাহমায় জড়ো হয়েছেন হাজিরা।

আরাফাতের জাবাল আল রাহমায় জড়ো হয়েছেন হাজিরা।
 

হজ পালনে সৌদি গিয়েছেন লাখ লাখ হাজি।   

হজ পালনে সৌদি গিয়েছেন লাখ লাখ হাজি।  

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।