ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ফিচার

তিন মানুষ সমান লম্বা কুমির!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
তিন মানুষ সমান লম্বা কুমির! ছবি: সংগৃহীত

ঢাকা: ছবির প্রকাণ্ড কুমিরকে পাওয়া গেছে একটি ফিশিং স্পটে। ঠিক যেনো ব্ল্যাক ওয়াটার মুভির ঢাউস কুমির এটা।

ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়েছে সতর্কবাণী হিসেবে। যেখানে দৈত্যকার সরীসৃপটি পাওয়া গেছে, মানুষ যেনো ওই জলাশয় এড়িয়ে চলে। তবে প্রকৃত লোকেশনের অল্প কিছু সংকেত শণাক্ত করা গেছে। সম্ভাব্য স্থ‍ানের ধারণার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও আফ্রিকা।

যুক্তরাষ্ট্র থেকে লিনসি ক্লেটন সাউদান নামের একজন নারী ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ফ্ল্যাট ডগ। ছবিটি দেখে হাজার হাজার ভিউয়ার বের করতে চেষ্টা করছে কোথা থেকে বিশাল জীবটি এসেছে।  

তিনজন লোক একজন অন্যজনের কাঁধের উপর দাঁড়িয়ে গাছে ঝোলানো কুমিরের উচ্চতা মাপছেন। তিন মানুষ সমান লম্বা কুমির!

ছবিটি এখন শেয়ার হয়েছে ১২ হাজারের বেশি। অনেক ক্রোক ক্রুসেডাররা বিশ্বাস করছেন, অস্ট্রেলিয়ার নর্দান টেরিটোরি বা উত্তর কুইন্সল্যান্ড থেকে তোলা হয়েছে এটি।

তবে ছবি আপলোডকারী ক্লেটন এসেছেন জিম্বাবুয়ের বুলাওয়ে থেকে। এখন তিনি যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটনে থাকেন। জিম্বাবুয়েতে কুমিরের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ফ্ল্যাট ডগ। ফলে অনেকে বলতে চাচ্ছেন, কুমিরটি সম্ভবত আফ্রিকা থেকে ধরা হয়েছে।

কিন্তু ক্লেটন যতক্ষণ না জায়গার নাম উল্লেখ করছেন, ততক্ষণ কোনো ধারণাই নিশ্চিত বলে ধরা যাচ্ছে না।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।