ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ফিচার

মে দিবসের লাল রঙ জাহাজের গায়ে (ফটোস্টোরি)

ফটো ও স্টোরি: দীপু মালাকার, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
মে দিবসের লাল রঙ জাহাজের গায়ে (ফটোস্টোরি)

ঢাকা: লাল ঝাণ্ডা জানে না, জানে না মে দিবস। তাও শ্রমিকের হাতেই লাল হয় জাহাজের গা।


যে জাহাজের গা ছিলো পোড়া- মরচে ধরা তাতেই পড়ে শ্রমেকের হাত-হাতুড়ি...


ওয়েল্ডিংয়ের আগুন জ্বলে হাতের কাছে চোখের অদূরে। মাথাটাকে যতটা পারা যায় পেছনে সরিয়ে সুরক্ষা...


কিন্তু হাতুড়ি যখন ওঠে মাথার উপরে, তখন লক্ষ্য নিবিষ্ট স্রেফ সেখানেই যেখানে পড়বে আঘাত...


তপ্ত সূর্য মাথার পরে তাতেও দমে নেই। শ্রম সেতো দিতেই হবে! তবেই জুটবে ভাত।


সুরক্ষাও আছে। হাতে গ্লাভস, মাথায় হেলমেট। হাতে ওয়েল্ডিং, যতোই পুড়ুক। সুরক্ষা সুনিশ্চিত।


শ্রমিকের হাত থাকুক লাল রঙের ওপর। ওটাই আস্থার ওটাই অধিকারের, ওটাই গৌরবের রঙ। মহান মে দিবস সফল হোক।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
আইএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।