ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ফিচার

ঢাকার আকাশে মধু ডাকে মন মাতানো কোকিল...

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ঢাকার আকাশে মধু ডাকে মন মাতানো কোকিল... ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কোকিলকে বলা হয় বসন্তের পাখি। এ পাখির ডাক মনে করিয়ে দেয় বসন্ত দোলা।

তবে এখন গ্রীষ্ম চললেও কোকিলের দেখা মিলেছে। সগর্বে ঢাকার আকাশে তার বিচরণ!

উড়ে এসে গাছের ডালে বসা এই পাখিটির ডাক শুনেই মন হলো মুগ্ধ। সাধারণত গাছের মগডালে পাতার আড়ালে বসে মধুর সুরে ডাকে এই মিষ্টি পাখিটি। ফলে তাকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। দূর থেকে লক্ষ্য রেখে ধরা গেলো অবশেষে।

খোঁজা মুশকিল হলেও ঠিকই ক্যামেরায় ধরা পড়েছে সে। মধুর ডাকে মন মাতানো পাখিটি রাজধানীর ডেমরা এলাকা থেকে ক্যমেরাবন্দি হয়েছে।

প্রথমে কাক ভাবলেও সুরেলা কণ্ঠই মনে করিয়ে দিলো সে তো কাক নয়, সুন্দর কোকিল।

পাখি বিশ্লেষকদের মতে, বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কোকিল দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকাজুড়ে এদের আবাস, তবে বাংলাদেশে যা ধীরে ধীরে কমে আসছে। এর প্রধান কারণ বাসস্থান সংকট।

বাংলাদেশ সময়: ০৬১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
আইএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।