ঢাকা: বৈশ্বিক প্লাস্টিক দূষণ সংকট কাটানোর নতুন একটি সমাধান আবিষ্কার করেছেন জাপানি বিজ্ঞানীরা। এটা মাইক্রোঅর্গানিজম, যা প্লাস্টিকের ওপর জীবনধারণ করে।

জানা যায়, অর্গানিজম পচে যাওয়া বর্জ্য ও প্লাস্টিক খেতে পারে। ২০১২ সালে আবিষ্কৃত এক ছত্রাক প্রজাতি ও ম্যালওয়ার্ম দুটোই প্লাস্টিক খায় বলে প্রমাণিত। বর্তমানে জাপানের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমন একধরনের ব্যাকটেরিয়া যারা পিইটিকে তাদের মূল শক্তি ও কার্বনের উৎস হিসেবে ব্যবহার করে।
নতুন আবিষ্কৃত ইদিওনেলা সাকাইয়েনসিস ২০১-এফ৬ দুটো এনজাইমের মাধ্যমে প্লাস্টিক দ্রবীভূত করে। এরা পিইটিকে পরিবেশবান্ধব টেরেফথ্যালিক অ্যাসিড ও ইথাইলিন গ্লাইকলে রূপান্তর করে।

তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এসএমএন/এএ