ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বড়শিতে উঠে এলো বিরল প্রজাতির মাছ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, মে ২৯, ২০১৯
বড়শিতে উঠে এলো বিরল প্রজাতির মাছ! বিরল প্রজাতির মাছ

নেত্রকোণা: বিরল প্রজাতির মাছটিকে প্রথমবার দেখার কারণে কিছুটা ভয় পেয়েছিলেন শিক্ষানবিশ আইনজীবী মো. মনিরুজ্জামান। নেত্রকোণা সরকারি কলেজের পুকুরে তার বড়শিতেই উঠে এসেছে বিরল প্রজাতির ওই মাছ।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে শখ করে কলেজের পুকুরে বড়শি ফেলেন মনির। পরে শিকারি মনিরের বড়শিতে গাঁথা টোপ খেয়ে ফেললে বিরল প্রজাতির মাছটিকে ডাঙায় উঠানো হয়।

মনির বাংলানিউজকে বলেন, আগে কখনো এধরনের মাছ দেখিনি। যার কারণে মাছের আকার আকৃতি ও রঙ দেখে প্রথমে ভয় পেয়ে যাই। মাঝারি আকারের মাছটির আনুমানিক ওজন হবে প্রায় ৫০০ গ্রাম। ছবি তুলে মাছটিকে আবার পুকুরের পানিতেই ছেড়ে দিয়েছি।

অনেকের মতে বিরল প্রজাতির ওই মাছটির নাম ‘সাকার মাউথ ক্যাটফিশ’। এরা সাধারণত স্বাদু পানিতে বেশি থাকে। পানির অনেক নিচু স্থরে বা গভীরে মাছটির বসবাস। বৈজ্ঞানিক ভাষায় মাছটিকে ‘হাইপোসটোমাস প্লিকোসপোমাস’ বলা হয়। মজার তথ্য হলো বিরল প্রজাতির এ মাছটি খেতে অনেক সুস্বাদু।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ২৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।