ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সোনাগাজীতে চিত্রা হরিণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ২১, ২০১৯
সোনাগাজীতে চিত্রা হরিণ উদ্ধার চিত্রা হরিণ, ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় চরচান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা সংলগ্ন মাঈন উদ্দিনের দোকানের পশ্চিম পাশ থেকে হরিণটি উদ্ধার করা হয়।  

সোনাগাজী মডেল থানার পরিদর্শক তদন্ত মো. কামাল হোসেন বাংলানিউজকে বলেন, সকালে মোহাম্মদপুর এলাকা সংলগ্ন মাঈন উদ্দিনের দোকানের পশ্চিম পাশ থেকে এলাকাবাসী সহযোগিতায় হরিণটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

বন বিভাগের লোকজনদের খবর দেওয়া হয়েছে তাদের সহযোগিতায় হরিণটি চিডিয়াখানা অথবা নিরাপদ বনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।