ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গঙ্গা পদ্মা আন্তর্জাতিক নাট্যোৎসবে ‘গোলাপজান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
গঙ্গা পদ্মা আন্তর্জাতিক নাট্যোৎসবে ‘গোলাপজান’ গঙ্গা পদ্মা আন্তর্জাতিক নাট্যোৎসবে ‘গোলাপজান’

থিয়েটার আর্ট ইউনিটের আলোচিত প্রযোজনা ‘গোলাপজান’। মোহাম্মদ আবু তাহেরের ছোটগল্প ‘গোলাপজানের অশ্বারোহন’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করছেন রোকেয়া রফিক বেবী। 

গঙ্গা পদ্মা আন্তর্জাতিক নাট্যোৎসবে দেখা যাবে থিয়েটার আর্ট ইউনিটের এই নাটক। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে দুই বাংলার মিলন মেলায় মধ্যমগ্রাম ভারত নজরুল শতবার্ষিকী সদন পৌরসভা মিলনায়তনে মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের সারা জাগানো নাটক ‘গোলাপজান’।

গোলাপজান হলো আদি ঢাকার জীবন-জীবিকার স্মৃতিময় উচ্চারণ। ৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার সাধারণ নারী গোলাপজান বর্ণনা করেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে প্রৌঢ়ত্বে পৌঁছার সংগ্রামী কাহিনি।  

বিশ শতকের মধ্যভাগে ঢাকার শ্রমজীবি একজন নারীর ধনবাদী সমাজ ব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে ওঠার কাহিনি ‘গোলাপজান’।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।