ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

বিনোদন

নতুন গানে তানজিব-অবন্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
নতুন গানে তানজিব-অবন্তী তানজিব সারোয়ার ও অবন্তী সিঁথি

চলতি সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার ও অবন্তী সিঁথি। ২০২৩ সালে তাদের কণ্ঠে ‘গা ছুঁয়ে বলো’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়।

সিনেমার গানের পর এবার তারা একটি গানচিত্র নিয়ে আসছেন। গানের শিরোনাম ‘তোর প্রেমের টানে’।

গানটির কথা ও সুর করেছেন তানজিব সারোয়ার। সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। গানচিত্রে মডেল হয়েছেন তানজিব সারোয়ার ও মারিয়া হোসেন। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। নাটাই মিউজিক থেকে খুব শিগগিরই এটি প্রকাশ হবে।

গানটি প্রসঙ্গে তানজিব সারোয়ার বলেন, ‘গা ছুঁয়ে বলো’ গানটির জন্য শ্রোতাদের কাছ থেকে আমরা বেশ প্রশংসা পেয়েছি। তাই শ্রোতাদের জন্য আমাদের নতুন গান। কথা ও সুরের বাইরে এটির দৃশ্যায়নেও দর্শক-শ্রোতারা নতুনত্ব পাবেন। আমি আশা করছি আগের মতো এটিও সবার মন ছুঁয়ে যাবে।

অবন্তী সিঁথি বলেন, গানটির কথা ও সুর বেশ অন্যরকম। আমার গাইতেও বেশ ভালো লেগেছে। আমাদের এ গানটি দর্শকদেরও অনেক ভালো লাগবে বলেই বিশ্বাস।

এদিকে তানজীব এখন ব্যস্ত সময় পার করছেন বেশ কিছু গানের কাজ নিয়ে। অন্যদিকে অবন্তী সিনেমা, সিরিজ ও নাটকের গানে সরব রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।