ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হয়তো আমাকে মেরেও ফেলবে: আসিফ আকবর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
হয়তো আমাকে মেরেও ফেলবে: আসিফ আকবর আসিফের ফেসবুক পোস্ট থেকে ‘গহীনের গান’র ছেঁড়া পোস্টারের ছবি

গায়ক আসিফ আকরব অভিনীত প্রথম সিনেমা ‘গহীনের গান’। তারই কণ্ঠের নয়টি গানের গল্পে তৈরি হয়েছে দেশের প্রথম এই পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম।

শুক্রবার (২০ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে লেখক সাদাত হোসাইন পরিচালিত গায়ক-নায়ক আসিফের সিনেমা ‘গহীনের গান’। এরই মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে টানানো হয় বাংলাঢোল প্রযোজিত সিনেমাটির পোস্টার।

মধ্যরাতে পোস্টার লাগিয়ে আলোচনায়ও আসেন ‘গহীনের গান’ টিম।

এরপর থেকেই দেখা দেয় কিছু জটিলতা। সিনেমাটির পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি হুমকির অভিযোগ তুলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন আসিফ। সেখানে ছেঁড়া পোস্টারের ছবি দিয়ে তিনি লেখেন, ‘ক্ষমতার মোহে মোহাগ্রস্ত ক্ষমতাধরদের আংশিক দাপট এই পোস্টার ছেঁড়া। পাশাপাশি হুমকিদাতা ভাইদের একাংশের ভুমিকার চিত্র এটা। আমার মালিকানাধীন অফিসের নীচ তলার পার্কিংয়ে তাদের হেডম শো চলছে। সকালে বাকি পোস্টার ছেঁড়ার হুমকি আছে। আমি যা কিংবা তা, সর্বজন শ্রদ্ধেয় হাসান ইমাম স্যারও রক্ষা পাননি।

‘আমরা আবারও পোস্টার লাগাবো। তারা ক্ষমতার মোহে আক্রান্ত রোগী হিসেবে শুধু ছিঁড়তেই পারবে, এটাই তাদের যোগ্যতা। হয়তো আমাকে মেরেও ফেলবে, এটাও তাদের ক্ষমতার অংশ, এতে আমিও খুশি হবো।

‘আমি শিল্পী হিসেবে বিনয়ী, তাই মেরে ফেললেও হাসিমুখে বিনয় দেখাবো। অভিযোগ করবোনা, কারণ ‘গহীনের গান’ জীবনের গল্প বলবে। আর মানুষ চায় শিল্পীরা বিনয়ী থাকুক, মানসম্মান কিংবা প্রান মূখ্য বিষয় নয় এখানে। ভিতরে বাইরে অনেক ক্লাইমেক্স নিয়ে আসছে গহীনের গান। ’ 

আসিফ আকবর ছাড়াও সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমীন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা আল হারুন প্রমুখ। এর গান তৈরিতে রয়েছেন- গীতিকার তরুণ মুন্সী, রাজিব আহমেদ, সংগীত পরিচালক পার্থ মজুমদার, পল্লব সান্যাল, রেজাউল করিম লিমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।