ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

বিনোদন

সংসার ভাঙলো অভিনেত্রী দিয়া মির্জার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
সংসার ভাঙলো অভিনেত্রী দিয়া মির্জার দিয়া মির্জা-সাহিল সংঘ

দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে ২০১৪ সালের ১৮ অক্টোবর বিয়ে করেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা ও সাহিল সংঘ। বিয়ের ৬ বছরে এসে সংসার জীবনের ইতি টানলেন দিয়া ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপরে দিয়া মির্জা তার ইনস্টাগ্রামে নিজেই আলাদা হওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি লেখেন, ‘সম্পর্কের ১১ বছর (প্রেম-বিয়ে) একসঙ্গে থাকার পর আমরা পারস্পরিক সম্মতিতে পৃথক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকবে। পথ এখন আলাদা হলেও মানসিক সম্মানবোধ অবশ্যই বজায় রাখবো। ’

সাহিল সংঘ-দিয়া মির্জা‘লাভ ব্রেক আপ জিন্দেগি’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচালক ও ব্যবসায়ী সাহিল সংঘ’র সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান দিয়া। সম্পর্কের স্বীকৃতি দিতে দুইয়ে মিলে এক হয়েছিলেন। কিন্তু তাদের সেই সংসার আর টিকলো না।  

২০০১ সালে ‘রেহেনা হে তেরে দিলমে’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা করেন দিয়া। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেও নিজেকে সেভাবে তুলে ধরতে পারেননি। পরবর্তীতে ‘লাভ ব্রেক আপ জিন্দেগি’ সিনেমার মাধ্যমে জীবন সঙ্গী হিসেবে পেয়েছিলেন সাহিল সংঘ’কে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।