জানুয়ারি মাসেই সন্তানের জন্ম দিতে চলেছেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। এমন খবর জানা গিয়েছিল গত বছর।
এবার সেই কৌতূহল দূর করলেন আথিয়ার বাবা এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠি। সম্প্রতি চন্দা কোচারের পডকাস্টে এসে সুখবর দেন সুনীল। এই অভিনেতা জানান, শিগগিরই নানা হতে যাচ্ছেন তিনি। যা ভেবেই উচ্ছ্বসিত তিনি।
কিন্তু কবে আসছে নতুন অতিথি! এ প্রসঙ্গে সুনীল শেঠি বলেন, এখন সারাক্ষণ আমাদের নাতিকে নিয়েই কথাবার্তা হয়। আর কোনও আলোচনাই হয় না। অন্য বিষয় নিয়ে কেউ কথাই বলতে চায় না। এপ্রিলে কবে আমরা বাচ্চার মুখ দেখব, তারই দিন গুনছি।
সুনীলের কথায় স্পষ্ট যে আগামী মাসে অর্থাৎ এপ্রিলেই মা হতে চলেছেন আথিয়া। সেই সময় অবশ্য আইপিএল চলবে। দিল্লির জার্সি গায়ে খেলায় ব্যস্ত থাকবেন আথিয়ার স্বামী ভারতীয় উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য ছুটি নেবেন কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।
এদিকে হবু মা আথিয়ার অন্দরমহলের কথাও জানান সুনীল। তিনি বলেন, দিনভর আসন্ন বাচ্চাকে নিয়েই গল্প হয় পরিবারে। ছেলে হোক বা মেয়ে, সেটা বড় ব্যাপার নয়। আর আমার মনে হয় অন্তঃসত্ত্বা থাকাকালীনই কোনও মহিলাকে সবচেয়ে সুন্দর লাগে। আথিয়া হওয়ার সময় যেমন ওর মাকে ভীষণ সুন্দর লাগত। এখন আথিয়াকে সবচেয়ে সুন্দর দেখায়।
২০১৯ সালে একে অপরকে মন দেন রাহুল ও আথিয়া। নিজেরা কখনও এই ভালোবাসার কথা সরাসরি স্বীকার না করলেও তাদের ডেটিংয়ের নানা ছবি প্রকাশ্যে আসে। রাহুল-আথিয়ার প্রেম পরিণতি পায় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। সুনীল শেঠির খান্ডালা ফার্মহাউসে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন তারা। এরপর ২০২৪ সালের নভেম্বর মাসে তারকা দম্পতি ঘোষণা করেন নতুন অতিথি আসার।
প্রসঙ্গত, সুনীল শেঠির মেয়ে আথিয়া ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন। এতে তার নায়ক ছিলেন সুরাজ পঞ্চোলি। এ অভিনেত্রীকে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মোতিচুর চাকনাচুর’ সিনেমাতেও দেখা গেছে। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এনএটি