ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলে গেলেন কাদের খান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
চলে গেলেন কাদের খান কাদের খান

প্রখ্যাত বলিউড অভিনেতা ও লেখক কাদের খান মারা গেছেন। সোমবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমকে কাদের খানের ছেলে সরফরাজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সরফরাজ জানান, কাদের খান দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন।

তিনি গত ১৬-১৭ সপ্তাহ ধরে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যায় কোমাতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।  

কাদের খানের শেষকৃত্য মঙ্গলবার (১ জানুয়ারি) কানাডায় অনুষ্ঠিত হবে বলে তার ছেলে জানিয়েছেন।  

এর আগে কাদের খানের মৃত্যু নিয়ে গুজব ছড়ায়। সেসময় তার ছেলে বিষয়টি মিথ্যা বলে জানিয়েছিলেন।  

কাদের খান ১৯৩৫ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, কমেডিয়ান, চিত্রনাট্য ও সংলাপ লেখক এবং পরিচালক।

১৯৭৩ সালে রাজেশ খান্নার ‘দাগ’ সিনেমার মধ্য দিয়ে তিনি বলিউডে পা রাখেন। কাদের খান প্রায় ৩০০টি সিনেমায় অভিনয় করেছেন।  পরিচালক ও চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন কাদের খান। ২৫০টির বেশি ছবিতে তিনি সংলাপ লিখেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।