ঢাকা, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৭ মার্চ ২০২৫, ০৬ রমজান ১৪৪৬

বিনোদন

আলিয়ার চোখ হলিউডে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
আলিয়ার চোখ হলিউডে আলিয়া ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি মুক্তি পাওয়া ‘উড়তা পাঞ্জাব’ ছবির জন্য সমালোচক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। এতে বিহারী মেয়ের ভূমিকায় চমৎকার অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি।

দারুণ মেধার গুণে বলিউডকে মুগ্ধ করার পর এবার মনে হচ্ছে হলিউডে পা রাখতে যাচ্ছেন আলিয়া। সম্প্রতি তিনি জানিয়েছেন, সব জায়গায় সব ধরনের ছবিতে কাজ করতে চান। এ ক্ষেত্রে তার আগামী গন্তব্য হতে যাচ্ছে হলিউড।

আলিয়া এখন লন্ডনে ছুটির মেজাজে আছেন কথিত প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা ও বান্ধবী আকাঙ্ক্ষা রাজনের সঙ্গে। দুই সপ্তাহ সেখানে বেড়াবেন ২৩ বছর বয়সী এই তারকা।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।