বিয়ের পিঁড়িতে বসার আগে সম্পর্ক ভাঙার উদাহরণ শোবিজ অঙ্গনে নতুন কিছু নয়! এর আগে একাধিক তারকারা বিয়ের আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন। সেই তালিকাতেই নতুন সংযোজন ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা।
সম্প্রতি তামান্না ও বিজয়ের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি। চলতি বছরেই বিয়ের কথা ছিল তারকাজুটির। কিন্তু তার আগেই সম্পর্ক ভেঙে গেল! তবে সম্পর্ক ভাঙার নেপথ্যে কারণ কী? এ নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তমহলে।
বলিউড সংবাদমাধ্যম সূত্রের খবর, তামান্না চেয়েছিলেন দ্রুত বিয়ে করে সংসারী হতে। আর তাতেই নাকি রাজি ছিলেন না বিজয়। হবু কনে নাকি এতটাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন সাতপাক ঘোরার জন্য, তাতেই চাপে পড়ে যান বিজয়।
সূত্রের খবর, তামান্না একপ্রকার বিয়ের জন্য অধৈর্যই হয়ে উঠেছিলেন। আর তার জেরেই নাকি সম্পর্কে জটিলতার সূত্রপাত। শুরু হয় মান-অভিমান। তুঙ্গে ওঠে বাক-বিতণ্ডা। এরপরই মধ্যস্থতা করে বিচ্ছেদের পথে হাঁটেন তারকাজুটি। যদিও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া দেননি তামান্না বা বিজয়ের কেউ!
বলিউড মাধ্যম সূত্রে খবর, কয়েক সপ্তাহ আগেই নাকি বিজয়-তামান্না বিচ্ছেদ ঘটেছে। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখন থেকে নাকি তারা শুধুই ভালো ‘বন্ধু’।
তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর, তারা যৌথভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এতে তাদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এনএটি