ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

বিনোদন

ভীষণ প্রয়োজনে একদমই একা: পরীমণি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
ভীষণ প্রয়োজনে একদমই একা: পরীমণি পরীমণি

ঢাকা: সিনেমা নয়; ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সম্প্রতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ও জামিন পাওয়া নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি।

এরপর তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে এ চিত্রনায়িকাকে জড়িয়ে বিনোদন জগতে নতুন গুঞ্জন চলছে।  

তবে এসব আলোচনাকে ছাপিয়ে এবার এক ভিন্ন আঙ্গিকে জীবনের এক অমূল্য কথা তুলে ধরেছেন তিনি। পরীমণি সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় সেখানেই বললেন, ভীষণ প্রয়োজনে দেখবেন আপনি একদমই একা।

ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লেখেন, এই একজীবন যে কত অভিজ্ঞতার! একা একজন হয়ে ১০০ জনের কাজ, দায়িত্ব সামলানো কি যে নিদারুণ সুন্দর! 
আপনি ভাববেন, এই তো কত মানুষ আছে আপনার কাছে। আপনি যেমন থাকেন সবার হয়ে। কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা, একদমই একা।  

যোগ করে পরীমণি বললেন, প্রত্যেকটা মানুষের এই জীবনে এই সময়টা আসা দরকার। যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো।  

সুসময়ে পাশে অনেকে থাকলে খারাপ সময়ে কেউ থাকে না। বিষয়টি উপলব্ধি করে পরীমণি আরও বলেন, আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পরে না ঠিক তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব- এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার। এখানে একটা বার আপনি উতরে গেলেন তো কে ঠেকায় আপনাকে আর।  

এদিকে, সম্প্রতি চিত্রনায়ক নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো রুপালি পর্দা জুটি বাঁধছেন এই দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে পরীকে।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫ 
এনএটি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।