ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

বিনোদন

এফডিসির নতুন এমডি নিয়োগ, প্রতিবাদ নায়ক উজ্জ্বলের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এফডিসির নতুন এমডি নিয়োগ, প্রতিবাদ নায়ক উজ্জ্বলের মাসুমা রহমান তানি ও আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মাসুমা রহমান তানিকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশ আইন ১৯৫৭- এর ধারা ৯ ও ৯ (ডি) অনুযায়ী মাসুমা রহমান তানিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মাসুমা রহমান তানিকে বিএফডিসি এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই সিনেমার বরেণ্য নায়ক, পরিচালক, প্রযোজক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তার দাবি যুবলীগের অর্থায়নে শেখ মুজিবকে নিয়ে সিনেমা নির্মাণ করেছিলেন মাসুমা রহমান তানি।  

আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এক ফেসবুক পোস্টে বলেন, মাসুমা রহমান তানিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তানি আওয়ামী লীগের দোসর হিসেবে ২০১৪ সালে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘চল যাই’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করে। তার এই চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় বাঁধা পড়ে। আওয়ামী সাংস্কৃতিক বন্দনা শুরু হয়। আওয়ামী কালচারাল হেজিমনি প্রভাব বিস্তার করে। যার প্রেক্ষিতে, ২০১৪ সালে বিনা ভোটের আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগনের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করে।

তিনি আরও বলেন, ২০১৬ সালে যখন গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপি চেয়াপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের চেষ্টা করে যাচ্ছিলেন, তখন এই মাসুমা রহমান তানি এবং তার যুবলীগের টিম জাতিকে সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে ২০১৮-এর রাতের অন্ধকারে ভোটের আয়োজন করে জনগনের ভোটের অধিকার কেড়ে নিতে সহযোগিতা করতে ‘চল যাই’ সিনেমার শুটিংয়ের সংবাদ প্রচার করে জনগনকে বিভ্রান্ত করে। ২০২০ সালে শেখ মুজিবের নামে বছরব্যাপী যে আওয়ামী সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে, তারই অংশ হিসেবে মাসুমা রহমান তানির সিনেমা মুক্তি পেয়েছে, এই সিনেমার মাধ্যমে আওয়ামী লীগের অর্থ ও সুবিধা নিয়েছে তারা। যুবলীগের খালেদ মাহমুদ তুর্য্য ও মাসুমা রহমান তানি যুগল গেল জুলাই বিপ্লবের সরাসরি বিরোধীতা করে একাধিক ফেসবুক পোষ্ট দিয়েছে বলে অভিযোগ আছে। ৫ আগস্টে সে সব পোষ্ট ডিলিট করলেও ১৭ জুলাইয়ের একটি পোষ্ট (৫ আগস্ট এডিট করা) সম্প্রতি ভাইরাল হয়েছে।  

আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, আওয়ামী ফ্যাসিবাদের এই সাংস্কৃতিক দোসরকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়ায় সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে চলচ্চিত্র শিল্প বাধাগ্রস্ত হবে। আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবার মাথা চাড়া দিবে।

অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই অভিনেতা-রাজনীতিবিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, অধিকতর যোগ্যতা সম্পন্ন, বিতর্কমুক্ত, যোগ্য চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন।

সদ্য নিয়োগ প্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ অবিলম্বে বাতিল না করলে কর্মসূচী দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তার কথায়, মাসুমা রহমান তানির এই নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। বাতিল না করা হলে, জাতীয়তাবাদের আদর্শের চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মীরা দেশের সাধারণ জনগনকে সঙ্গে নিয়ে বিএফডিসি ঘেরাও কর্মসূচী দিতে বাধ্য হবে। এর সকল দায়, দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে বহন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।