নাটক নির্মাণের পাশাপাশি বিজ্ঞাপনের কনসেপ্ট ও পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন নির্মাতা মোঃ ফাহাদ। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ই-কমার্স প্ল্যাটফর্মের একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি।
গল্পে দেখা যায়, সাজানো-গোছানো ড্রয়িংরুম। রুনা ড্রয়িং রুমে কিছু পণ্য রাখে। মেয়ে খেলা করছে। কলিং বেলের শব্দ শুনে রুনা দরজা খোলে। ঈদের জন্য অনেকগুলো জামা-কাপড়ের ব্যাগ নিয়ে প্রবেশ করে টাকওয়ালা স্বামী আনিস। মেয়ে দৌঁড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। তাদের জীবনটা এখনো সেই ‘৩৩১০’-এ পড়ে আছে। একজনের আয়ে মাস শেষ হওয়ার আগেই হাত খালি। আনিসের মন খারাপ।
এই অবস্থায় ই-কমার্স প্ল্যাটফর্মটিতে রিসেলার হয়ে বিনা পুঁজিতে ব্যবসা শুরু করেন। ‘৩৩১০’ থেকে নিজেদের আপডেট করে নেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে চলতে থাকে বিজ্ঞাপনটি।
নির্মাতা মোঃ ফাহাদ বলেন, জীবন সংগ্রামে মানুষ নিজেকে টিকিয়ে রাখতে নানান বাঁধা-বিপত্তি কাটিয়ে উঠার চেষ্টা করে এবং সফলতা অর্জন করে, তারই পরিস্ফুটন দেখানো হয়েছে কনসেপ্টে। আমার দৃষ্টিতে এটি শুধু বিজ্ঞাপনই নয়, জীবন গঠনের উৎসাহীকরণও বটে।
এদিকে নির্মাতা জানান, ই-কমার্স প্ল্যাটফর্মটির বিজ্ঞাপনটি ছাড়াও সম্প্রতি আরও তিনটি বিজ্ঞাপনের কাজ সম্পন্ন করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এনএটি