ব্যান্ড তারকা শাফিন আহমেদ স্মরণে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামে এক কনসার্টের আয়োজন করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও লিঙ্ক রোডের আলোকিতে কনসার্টে ব্যান্ডগুলো গানে গানে শ্রদ্ধা জানাবে প্রয়াত ওই ব্যান্ড তারকাকে।
কনসার্টটিতে শাফিনের গাওয়া কালজয়ী গানগুলো শোনাবেন তার সাবেক ব্যান্ড মাইলসের সদস্যরা।
বৃহস্পতিবারের সন্ধ্যাটি পূর্ণ হবে তার অমর গানের পুনরাবৃত্তি দিয়ে, যেখানে লাইভ পারফর্ম করবেন কিছু জনপ্রিয় ব্যান্ড ও শিল্পী, যেমন: ফিডব্যাক, দলছুট, আরটসেল, অ্যাভয়েডরাফা, ওজি এবং মাইলস।
শাফিন আহমেদের কণ্ঠ, তার সংগীত ও সুরের অমূল্য উপহার আজও আমাদের জীবনকে প্রভাবিত করে চলছে। আমরা তার গানগুলোর সাথে বড় হয়েছি এবং এই কনসার্টের মাধ্যমে আবারও সেই সংগীতের প্রতিধ্বনি আমাদের মনে গুনগুন করবে।
আমাদের সবাইকে এই অমূল্য মুহূর্তে শাফিন আহমেদের সংগীতের সাথে একত্রিত হয়ে, তার স্মৃতিতে শ্রদ্ধা জানাতে আমন্ত্রণ রইল। আসুন, একসঙ্গে গাইতে গাইতে জীবন্ত করি সেই স্মৃতিময় মুহূর্তগুলো। কনসার্ট অংশ নিতে ভিজিট করুন: https://shorturl.at/3zKfb
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এএটি