ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফরিদুল ইসলাম রুবেলের গল্পে ভিন্নধর্মী নাটক ‘স্বামী বন্ধক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
ফরিদুল ইসলাম রুবেলের গল্পে ভিন্নধর্মী নাটক ‘স্বামী বন্ধক’

সাইদ কোনো কাজ-কর্ম করতে ভালো লাগে না। স্ত্রী আরশির পক্ষে সংসারের হাল ধরে রাখা কষ্টসাধ্য হয়ে উঠে।

তিনবেলা স্ত্রী ঠিকমতো খেতে দিচ্ছে এতেই সে খুশি। সাইদের এইসব কাণ্ড নিয়ে তার বাবা-মা বেশ ক্ষিপ্ত।

আরশি কোনো উপায় না দেখে পলকের শরাণাপন্ন হয়। কাজে মনোযোগী করতে সিদ্ধান্ত নেয় সাইদকে বন্ধক দিবে। পরিকল্পনা অনুযায়ী পলকের প্রেমিকা মায়ার কাছে সাইদকে বন্ধক দেওয়া হয়। সাইদ আরও বেশি খুশি হয়, কারণ সে নতুন বাসায় আরও ভালো খাবার খেতে পারবে।

পরিকল্পনা অনুযায়ী মায়া সাইদকে গোয়াল ঘরে থাকতে বলে। একথা শুনে সাইদ উত্তেজিত হলে মায়া জানায় সে তাকে টাকা দিয়ে তার স্ত্রীর কাছ থেকে কিনে নিয়ে এসেছে। এখন মায়ার যা আদেশ তাই তাকে করতে হবে। এমন অবস্থায় কী করবে সাইদ?

এমন রহস্য নিয়েই নির্মিত হয়েছে একক নাটক ‘স্বামী বন্ধক’। ফরিদুল ইসলাম রুবেলের রচনা ও পলাশ মণি দাসের পরিচালনায় নাটকে সাইদ চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান।  

গল্পের এমন নামকরণ প্রসঙ্গে নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল বলেন, স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন মূল্যবান সামগ্রী বন্দকের কথা শুনেছি, কিন্তু স্বামী বন্ধক শুনিনি। এই যে দর্শকদের কাছে ভিন্নভাবে গল্প তুলে ধরা, এইটা নিঃসন্দেহে দর্শকেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

পরিচালক পলাশ মণি দাস বলেন, গল্পটি এক কথায় অসাধারণ। আসলে একটা অলস স্বামীকে শায়েস্তা করা কোনো স্ত্রীর-ই উদ্দেশ্য নয়, স্বামীকে সঠিক পথে নিয়ে আসাই ছিল মূখ্য উদ্দেশ্য। আমি চেষ্টা করেছি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি চিত্তকর্ষক চিন্তাকেও জাগ্রত করার।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মানসী প্রকৃতি, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, হাসিমুন, ফরিদ হোসাইন প্রমুখ। শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।