ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৬০০ পর্বে ‘বউ বিরোধ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
৬০০ পর্বে ‘বউ বিরোধ’

শান্তিপুর গ্রামের দুটি সম্ভ্রান্ত পরিবার বাস করে। শিকদার পরিবার এবং তরফদার পরিবার।

শিকদার ও তরফদার আপন দুই ভাই। তরফদার বড়, শিকদার ছোট।

তরফদার এবং শিকদারের দুই বউ রেহেনা ও শাহানা আপন দুই বোন। তরফদার ও শিকদার ভাইয়ে-ভাইয়ে ভায়রা। রেহেনা শাহানা বোনে-বোনে দুই বউ, একে অপরকে সহ্য করতে পারেনা।

তাদের মধ্যে সব সময় বিরোধীতা লেগেই থাকে। সেই বিরোধিতার জের ধরে তরফদা ও সিকদার তাদের নিজ-নিজ বউয়ের সাপোর্ট নিয়ে দু’পরিবারের মধ্যে প্রতিনিয়ত ঘটায় নানা হাস্যকর কাণ্ড।

এমনই হাস্যরসাত্মক নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বউ বিরোধ’। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটির পরিচালনা করেছেন সোহাগ কাজী।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, হাসান মাসুদ, নাদিয়া আহমেদ, চিত্রলেখা গুহ, হুমায়রা হিমু, হায়দার আলী, ডলি জহুর, নিলা ইসলাম, সিদ্দিক, আশিক চৌধুরীসহ আরো অনেকে।

বর্তমানে নাটকটি নাগরিক টিভিতে প্রচার হচ্ছে। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) নাটকটির ৬০০ তম প্রচার হবে। এছাড়া শনি থেকে বুধবার প্রতিদিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হয় নাটকটি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।